হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বড় ভাইয়ের কেটে রাখা গাছ দিয়ে বেড়া নির্মাণ করছিলেন ছোট ভাই। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ছোট ভাই জসিম মিয়া গাছের ডাল দিয়ে এক বাড়িতে বড় ভাই রুয়েল মিয়াকে খুন করেন।
নিহত মো. রুয়েল মিয়া (২৪) চুনারুঘাট উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দৌলত খাঁ আবাদ গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। ঘাতক জসিম মিয়াকে (২২) পুলিশ গ্রেফতার করেছে।
এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকাল ৩টায় রুয়েল মিয়া একটি গাছ কেটে বাড়ির সামনে রাখেন। বুধবার গাছের অংশ ব্যবহার করে রুয়েলের ছোট ভাই জসিম মিয়া বেড়া নির্মাণের কাজ শুরু করেন। এতে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরে তাদের মধ্যে মারামারি বেধে যায়। একপর্যায়ে জসিম মিয়া গাছের ডাল দিয়ে বড় ভাই রুয়েল মিয়ার ঘাড়ের পেছনে আঘাত করেন। এতে রুয়েল মিয়া মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়দের সহায়তায় রুয়েলের স্ত্রী তাছলিমা খাতুন তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে বুধবার কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী হাসপাতালে রেফার্ড করেন। কিন্তু পথিমধ্যেই বুধবার রাত ১০টার দিকে সিলেট নুরজাহান ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুয়েলকে মৃত ঘোষণা করেন।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর ইসলাম বলেন, এ ঘটনায় ঘাতক জসিম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।#
Leave a Reply