মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ;;
কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ যুবকের মরদেহ দুই ঘন্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল চর এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনাটি ঘটে।
এর আগে নদে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।
নিহত ওই যুবকের নাম লিটন মিয়া (২৯)। সে উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা ব্যাপারী এলাকার সুন্দর আলীর ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, রমনা ব্যাপারী পাড়া এলাকার সুন্দর আলী ও তার ছেলে লিটন মিয়া প্রতিদিনের ন্যায় আজ ভোররাতে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে যায়। সকাল সাড়ে ১১ টার সময় ছেলে লিটন মিয়া নৌকার সামন ভাগে দাঁড়িয়ে জাল টানার সময় পড়ে যায়। ব্রহ্মপুত্র নদের স্রোতের সে আর উপরে ভেসে না উঠলে সুন্দর আলী আশে পাশের জেলের নৌকাকে ডাকতে শুরু করেন। পরে অন্যান্য জেলেরা সেখানে এসে জাল টানাসহ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে খোঁজ শুরু করে। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর দুপুর ২টার দিকে তারা লিটন মিয়ার মরদেহ উদ্ধার করে।
রমনা মডেল ইউনিয়নের ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপন জানান, প্রতিদিনের মত আজকে সকালে লিটন মিয়া ও তারা বাবা মাছ ধরতে যায়। এসময় জাল টানতে গিয়ে ব্রহ্মপুত্র নদে পড়ে গিয়ে লিটন নিখোঁজ হয়। পরে সাথের লোকজন খোঁজাখুঁজির দুই ঘন্টা পর তার লাশ উদ্ধার করে। বর্তমানে ওই যুবকের লাশ তার বাড়িতে আনা হয়েছে। আমি ঘটনাস্থলে রয়েছি।
চিলমারী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নারায়ন চন্দ্র বলেন, ব্রহ্মপুত্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ব্যক্তির সম্পর্কে কেউ ফায়ার সার্ভিসকে অবগত করেনি। আপনার মাধ্যমে প্রথম শুনলাম।
চিলমারী নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবীর বলেন, ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে একজন যুবক জালের সাথে প্যাচ লেগে পড়ে নিখোঁজ হয়। পরে অন্যান্য জেলে ও স্থানীয় বাসিন্দারা খোঁজাখুজি করে তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা নথিভুক্ত করার প্রস্তুতি চলছে।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply