এইবেলা মৌলভীবাজার :: মৌলভীবাজারে অভিযান চালিয়ে প্রায় ৩ লাখ টাকার জাল নোট ও ভারতীয় জাল রুপিসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
আটক ব্যক্তির নাম যুগেন্দ্র মল্লিক (৪১)। তিনি শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকার বাসিন্দা ও মৃত দেবেন্দ্র মল্লিকের ছেলে।
বৃহস্পতিবার (২২ মে) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে যুগেন্দ্র মল্লিককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, দীর্ঘদিন ধরে জাল নোট ব্যবসার সঙ্গে জড়িত। তিনি দেশের বিভিন্ন উৎস থেকে জাল নোট সংগ্রহ করে সাধারণ মানুষের মাঝে বিক্রি করছিল। আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর হাটে জাল নোট ছাড়ার পরিকল্পনা ছিল তার।
নোবেল চাকমা জানান, অভিযানে তার কাছ থেকে ২ লাখ ৭৭ হাজর ২০০ টাকার জাল বাংলাদেশি নোট, ৩ হাজার ৯০০ টাকার ভারতীয় জাল রুপি, একটি বাটন মোবাইল ফোন ও ১২টি খাকি খাম জব্দ করা হয়েছে।
এর মধ্যে এক হাজার টাকার নোট একশো পঞ্চান্নটি, পাঁচশো টাকার নোট দুইশোটি, দুইশো টাকার একশো এগারোটি ও ভারতীয় পাঁচশো টাকার পাঁচটি, দুইশো টাকার সাতটি নোট পাওয়া যায়।
এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫(এ)(বি) ধারায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়াও অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
আটককৃত যুগেন্দ্র এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তাকে প্রায় ৭০ লাখ টাকার জাল বাংলাদেশি নোট, ১৪ লাখ টাকার ভারতীয় জাল রুপিসহ গ্রেপ্তার করা হয়েছিল।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আজমল হোসেন, সহকারী পুলিশ সুপার শাকিল, ডিবি অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply