নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছাগল বিতরণ করা হয় নওগাঁর আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে উপজেলার সাহেবগঞ্জ পালপাড়া এলাকায় একজন নারীর মাঝে এই ছাগল হস্তান্তর করেন নওগাঁ- ০৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম।
তিনি বলেন, দারিদ্র্য বিমোচন ও আত্মনির্ভরশীলতা গড়ে তুলতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। যারা অসহায়, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ সময় উপস্থিত ছিলেন পাঁচুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. আবু শাহীন ও সমাজকল্যাণ সম্পাদক জহুরুল ইসলাম জনিসহ স্থানীয় নেতাকর্মীরা।
জামায়াতে ইসলামীর এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে এবং ভবিষ্যতেও এমন সামাজিক উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে। #
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply