মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি ::
কুড়িগ্রামে ব্যাপক হারে মাদক বিস্তার, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা, কুড়িগ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে মাদককে না’ বলুন শিরোনামে মাদক নির্মূল করতে, মাদক প্রতিরোধ কমিটি কুড়িগ্রাম জেলা গঠনের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (২৮ জুন) শহরের নাজিরা নতুন শহরস্হ অস্থায়ী কার্যালয়ে শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু’র সভাপতিত্বে মাদকের কুফল নিয়ে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনুছ আলী, অধ্যক্ষ শাহ আলম, সহকারী অধ্যাপক মোঃফজলুল হক, সাংবাদিক এস এম আশরাফুল হক রুবেল, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু সহ অন্যরা।
সভায় সর্বসম্মতিক্রমে শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবুকে আহ্বায়ক ও সাংবাদিক মোঃ ইউনুস আলী, আশরাফুল হক রুবেল, সাইয়েদ আহমেদ বাবু, গোলাম মোস্তফা, দেওয়ান এনামুল হক, শাহ্ আলম, বাসেত সরকার বিপ্লবকে যুগ্ম আহবায়ক এবং সহকারী অধ্যাপক আতিকুর রহমান সুজনকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
পরবর্তীতে কমিটির কার্যক্রম বৃদ্ধিতে আরও সদস্য অন্তর্ভুক্ত করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply