বড়লেখা প্রতিনিধি:
জুড়ীতে বসতঘরের মেঝ ও বাড়ির সামনের রাস্তা থেকে চা শ্রমিক দম্পতির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহতরা হচ্ছেন- দিলীপ বোনার্জি (৪৭) ও তার স্ত্রী সারি বোনার্জি (৩৮)। তারা জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের ফুলতলা চা-বাগানের এলবিনটিলা ফাঁড়ি বাগানের ১২ নম্বর লাইনের বাসিন্দা। সারি চা বাগানের নিয়মিত শ্রমিক। নিহত দম্পতির দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের মৃত্যু নিয়ে এলাকায় নানা রহস্যের সৃষ্টি হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। শনিবার রাতে ময়নাতদন্ত শেষে পুলিশ লাশ হস্তান্তর করেছে।
জানা গেছে, নিহত সারি বোনার্জির শিশুপুত্র লিটন বোনার্জি (৮) শনিবার সকালে ঘুম থেকে উঠে দেখে ঘরের মেঝেতে তার মা সারি বোনার্জি পড়ে আছেন। ডাকাডাকি করলেও মা সাড়া দিচ্ছন না। এরপর বাড়ির রাস্তায় গিয়ে দেখে বাবা দিলীপ বোনার্জিও পড়ে আছে। ডাকাডাকি করে তারও সাড়া পায়নি। প্রতিবেশীদের জানালে তারা গিয়ে দেখেন, দুজনই মারা গেছেন। খবর পেয়ে শনিবার দুপুরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরীর পর ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করে। ময়না তদন্ত শেষে শনিবার রাতে পুলিশ স্বজনদের কাছে নিহতদের লাশ হস্তান্তর করেছে।
জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূঁইয়া জানান, নিহত দিলীপ বোনার্জি ও তার স্ত্রী সারি বোনার্জির লাশের ময়না তদন্ত শেষে শনিবার রাতে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা তদন্ত ও ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।
Leave a Reply