মাধবপুর (হবিগঞ্জ ) প্রতিনিধি ::
হবিগঞ্জের মাধবপুরে টাইফয়েড কনজুগেড ভ্যাক্সিন (টিসিভি) টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়ন উপলক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (০৪ আগষ্ট) মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর সভাপতিত্বে সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ কর্মকর্তা ডা: মিঠুন সরকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সহিদ উল্লাহ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম জাকিরুল হাসান, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা নারায়ণ চন্দ্র দেব, একাডেমিক সুপারভাইজার মাধ্যমিক শিক্ষা রোকসানা পারভিন, শিক্ষক মো: মিজানুর রহমান, সমাজসেবক এম নবীর হোসেন প্রমুখ।
বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন,বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২০২৫ এর মুল প্রবন্ধ উপস্থাপন করেন সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইমরুল হাসান জাহাঙ্গীর টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন -২০২৫ এর মুলপ্রবন্ধ উপস্থাপন করেন আগামী ১লা সেপ্টেম্বর থেকে দেশব্যাপী টাইফয়েড রোগের টিকাদান ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাধবপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ক্যাম্পেইন চলবে।
তিনি বলেন টিকাদান কর্মসূচিতে ৯ মাস বয়স থেকে ১৫ বছরের সকল ছেলে মেয়েরা এই টিকা নিতে পারবে। এ জন্য এই বিষয়ে এখন থেকে সচেতনতা সৃষ্টি করতে ও টিকাদান সম্পর্কে কোন প্রকার গুজবে যেন কার্ণপাত না করা হয়, সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি।
এদিকে টিকাদান কর্মসূচি সফল করতে উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ, আলেম সমাজ, সুশীল সমাজসহ গণমাধ্যম কর্মীদের সহযোগিতা চাওয়া হয়।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply