বিনোদন ডেস্ক :: ছোট পর্দা, ওটিটি প্ল্যাটফর্ম থেকে বড় পর্দায় সাবলিল অভিনয়ে ইতিমধ্যেই দর্শকদের নজড় কেড়েছেন তাসনিয়া ফারিণ। সব মাধ্যমে নিজের অভিনয় দক্ষতা দেখিয়েছেন তিনি। এবার প্রযোজক হিসেবে হাজির হচ্ছেন এই তারকা ।
২০২৩ সালে ‘আরও এক পৃথিবী’ চলচ্চিত্রের মাধ্যমে টালিউডে অভিষেক হয় ফারিণের। গত কোরবানির ঈদে মুক্তিপ্রাপ্ত ঢালিউডের সিনেমা ‘ইনসাফ’–এও তাকে পরে দেখা যায়, যা দর্শকমহলে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এবার নিজেকে আরো সমৃদ্ধ করতে, নিজের ভাবনা ও সৃজনশীলতা পর্দায় তুলে ধরতে শুরু নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান।
সম্প্রতি এ নিয়ে ফেসবুকে দেওয়া এক পোস্টে ফারিণ জানান, একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা করছেন। ভক্তদের কাছে এই প্রতিষ্ঠানের জন্য নাম চেয়েছেন। সেই পোস্টের নিচে দর্শক ও অনুসারীরা নানা আকর্ষণীয় নামের প্রস্তাব দিয়েছেন।

‘আমি নিজের মতো করে কিছু কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই প্রযোজনায় আসা।’ উল্লেখ করে ফারিণ বলেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবো প্রতিষ্ঠানের নাম। তার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রথম কাজ হিসেবে আসছে একটি মিউজিক ভিডিও, যেখানে থাকছে ফারিণের নিজের কণ্ঠের গান। গানটি প্রকাশ পাবে চলতি বছরের শেষ দিকে।
উল্লেখ্য, গত বছর ‘ইত্যাদি’ ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচারিত ‘রঙে রঙে রঙিন হব’ গানটি দিয়ে গায়িকা হিসেবেও দারুণ সাড়া পান তাসনিয়া ফারিণ। কবির বকুলের লেখা ও ইমরান মাহমুদুলের সুরে সেই গানটি দর্শকদের প্রশংসা কুড়ায়। নতুন গানেও ফারিণের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। গানটির শিরোনাম, গীতিকার ও ভিডিও নির্মাতার নাম আপাতত প্রকাশ করেননি তিনি।
তার ভাষায়, গানটি খুব সুন্দর হয়েছে। আগেরটির মতো এটিও শ্রোতাদের ভালো লাগবে বলে আমি আশাবাদী।
প্রযোজনার মাধ্যমে ভবিষ্যতে নাটক বা সিনেমা নির্মাণের ইচ্ছা আছে কি না জানতে চাইলে ফারিণ বলেন, ‘এখনই এত দূর ভাবিনি। মিউজিক ভিডিও দিয়েই শুরু করছি। তবে যেহেতু প্রতিষ্ঠান শুরু করছি, নিয়মিত কাজ করার ইচ্ছে আছে।’
সাম্প্রতিক সময়ে অভিনয়ে কিছুটা বিরতি নেওয়া প্রসঙ্গে ফারিণ জানান, ‘এটি সচেতন সিদ্ধান্ত। সব প্রজেক্টে না গিয়ে বেছে কাজ করতে চাই। দর্শকদের মানসম্মত কিছু উপহার দেওয়ার জন্যই সময় নিচ্ছি। খুব শিগগিরই নতুন খবর দিতে পারব।’
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply