সিলেট বিভাগের রেলে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য চলমান ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলনের অংশ হিসেবে ১ নভেম্বর রেলপথ অবরোধ কর্মসূচীর সমর্থনে বিশাল লাল পতাকা মিছিল সম্পন্ন হয়েছে।
৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন কুলাউড়া’র আয়োজনে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আছরের নামাজের পর কুলাউড়া রেলওয়ে জংশন জামে মসজিদ সংলগ্ন থেকে মিছিল পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন কুলাউড়া’র আহ্বায়ক আজিজুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, উপজেলা শ্রমিকদল নেতা ইসলাম উদ্দিন, সিনিয়র সাংবাদিক এম মছব্বির আলী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির দপ্তর সম্পাদক মাওরানা মো. এনামুল ইসলাম প্রমূখ।
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply