এইবেলা ডেস্ক ::

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী জোট গঠন করবে না বলে জানিয়েছেন সংগঠনের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘জোট গঠন না করলেও আমরা সমঝোতা করতে পারি।’ বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা জানান।
ডা. শফিকুর রহমান তৃতীয়বারের মতো জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হওয়ার পর প্রথম সিলেট আসেন আজ। ওসমানী বিমানবন্দরে নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান।
পরে প্রেস ব্রিফিংয়ে জামায়াত আমির বলেন, ‘আমরা সবাইকে নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করে ছাড়বো। নির্বাচন না হলে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই।’
সম্প্রতি নিজের বিদেশ সফর নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘বিদেশে প্রবাসীদের সাথে সাক্ষাৎ হয়েছে। তারা তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন। তাদের বুকভরা ভালোবাসায় আমি আপ্লুত।’
পিআর পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, ‘বিশ্বের ১৯৩ দেশে এ পদ্ধতির চর্চা হয়। এ পদ্ধতি ফ্যাসিজম রোধ করতে পারে। পদ্ধতির বিষয়ে দেশের মানুষ বুঝতে পারলে সেটা মঙ্গল হবে। আশা করি জনগণ সেটা বুঝবে এবং তাদের জন্যই আমরা রাজনীতি করি।’
সিলেট নগরীতে জেলা ও মহানগর জামায়াত আয়োজিত সাংগঠনিক কর্মসূচিতে জামায়াতের আমির অংশ নেওয়ার কথা রয়েছে। বিমানবন্দরে বিপুল সংখ্যক নেতা কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন দলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের, মহানগরের আমির হাফিজ ফখরুল ইসলাম, জেলা আমির মাওলানা হাবিবুর রহমান প্রমুখ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply