বড়লেখা প্রতিনিধি:
জুড়ীতে সোনালী অতীত ফুটবল লীগ-২০২৫ এর ফাইনাল ম্যাচ শুক্রবার বিকালে রত্না চা বাগান ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় জুড়ী দক্ষিণ ফুটবল টিমকে ৩-০ গোলে হারিয়ে জুড়ী উত্তর ফুটবল টিম চ্যাম্পিয়ন হয়েছে।
‘শক্ত মোদের মনোবল, বাঁচিয়ে রাখবো ফুটবল’ এ মূল মন্ত্রকে ধারণ করে ‘আমরা সোনালী অতীত ফুটবল খেলোয়াড়’ নামক ক্রীড়া সংগঠন এই টুর্নামেন্টের আয়োজন করেছে।
পুরস্কার বিতরণী সভায় কুলাউড়া, জুড়ী, বড়লেখা ও বিয়ানীবাজার উপজেলার ৮ জন সাবেক কৃতী ফুটবলারকে ‘আমরা সোনালী অতীত ফুটবল খেলোয়াড়’ ক্রীড়া সংগঠন সংবর্ধনা দিয়েছে।
সংগঠনের ও লীগ পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক, নাট্যজন ও কবি মো. শহীদ-উল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে এবং বিশিষ্ট ধারাভাষ্যকার মো. আব্দুল হাকিম ইমন ও ডা. নজরুল ইসলাম নয়নের যৌথ সঞ্চালনায় লীগের ফাইনাল খেলার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে লীগের উদ্বোধক ও সংবর্ধিত অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় হাজী মো. শফিক উদ্দিন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আলোকিত পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি মুন্সী শরীফুল ইসলাম। সম্মানীত অতিথির বক্তব্য দেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আব্দুল কাইয়ুম। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার আব্দুর রহমান, আমির উদ্দিন, কাবুল পাল, সুনাম উদ্দিন সুনাম, বৈরাগী বাজার ক্রীড়া সংস্থার সহ-সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক এসএম মানিক, লীগ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রব, সহ-সভাপতি আকমল হোসেন প্রমূখ।
উল্লেখ্য, দেশে এই প্রথম বার এ বছরের গত ১৫ আগষ্ট ‘আমরা সোনালী অতীত ফুটবল খেলোয়াড়’ নামক ক্রীড়া সংগঠনটি অত্র সোনালী অতীত ফুটবল লীগের আয়োজন করে। অতি সফলতার সহিত পরিসমাপ্তি ঘটিয়ে ফুটবল প্রেমীদের প্রসংশা কুড়ায়।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply