মৌলভীবাজার প্রতিনিধি ::
এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভুয়া ভিডিও নিয়ে আতঙ্কে আছেন মৌলভীবাজার -৩ ( রাজনগর ও সদর) আসনের বিএনপির প্রার্থী এম নাসের রহমান। একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে তাকে রাজনৈতিক বক্তব্যে জড়ানোর অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পোস্টে নাসের রহমান এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। তিনি লেখেন, “AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা একটি ভিডিও ক্লিপ আমার দৃষ্টিগোচর হয়েছে। সে ভিডিও ক্লিপে দেখতে পেলাম আমাকে দিয়ে একটি রাজনৈতিক দলের প্রার্থীকে নিয়ে কটাক্ষ করে মন্তব্য করা হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। প্রকৃতপক্ষে আমি এই ধরনের কোন বক্তব্য কখনোই কোথাও প্রদান করি নাই। আমার রাজনৈতিক প্রতিপক্ষরা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য এই ধরনের অপকৌশল প্রয়োগ করে ভোটারদেরকে বিভ্রান্ত করার চেষ্ট করছে। AI প্রযুক্তি ব্যবহার করে, কারো সম্মান হানি না করার বিষয় সবাইকে সচেতন হ্ওয়ার আহ্বান জানাচ্ছি। আমি আমার নির্বাচনী এলাকার ভোটারদেরকে এ ব্যাপারে সচেষ্ট থাকার জন্য অনুরোধ করছি।”
ফেসবুক পোস্টে নাসের রহমান স্পষ্ট করে জানান, ভিডিওটিতে প্রচারিত বক্তব্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বাস্তবে তিনি কখনোই এ ধরনের কোনো মন্তব্য করেননি। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার এবং ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, এআই প্রযুক্তির অপব্যবহার শুধু ব্যক্তিগত সম্মানহানির জন্যই ক্ষতিকর নয়, এটি গণতান্ত্রিক ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের জন্যও হুমকিস্বরূপ। এ ধরনের অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
একই সঙ্গে নাসের রহমান তার নির্বাচনী এলাকার ভোটারদের বিভ্রান্ত না হয়ে সত্য যাচাই করে সচেতন থাকার অনুরোধ জানান এবং অপপ্রচারের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।##
Leave a Reply