মৌলভীবাজার প্রতিনিধি ::
মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল মান্নানের বাড়ি ঘেরাও করে রেখেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল থেকে রাজনগর উপজেলার দত্তগ্রাম গ্রামে তার নিজ বাড়ি ঘিরে অবস্থান নেয় বিক্ষুব্ধ লোকজন।
স্থানীয় সূত্র জানায়, এবারের নির্বাচন পরিবর্তনের প্রত্যাশা নিয়ে জামায়াত প্রার্থী আব্দুল মান্নান দিন-রাত মাঠে সক্রিয়ভাবে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। তবে জোটগত সিদ্ধান্তে তার প্রার্থিতা প্রত্যাহারের সম্ভাবনার খবরে ক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ইয়ামির আলী বলেন, এবারের নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে জনগণ একটি পরিবর্তন চেয়েছিলো। সেই প্রত্যাশা থেকেই আমাদের প্রার্থী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিলেন। কিন্তু জোটের কারণে প্রার্থী বাদ দেওয়ার সিদ্ধান্ত এসেছে। আমরা দলীয় সিদ্ধান্তের বাইরে যাবো না।#
Leave a Reply