আল আমিন আহমদ, জুড়ী ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় হেলমেট না পড়ায় বিশেষ অভিযান পরিচালনা জুড়ী থানার জুড়ী থানার অফিসার ইনচার্জ।
সোমবার ১১ জানুয়ারি বিকেলে এই অভিযান পরিচালনা করেন। শত প্রচারেও ফিরছে না সচেতনতা, ট্রাফিক আইন অমান্যকারীকে জরিমানা করে পুলিশ। কিন্তু এবারের অভিযানটি ভিন্ন, পথ দুর্ঘটনার হার কমাতে জুড়ী থানায় অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী জুড়ী উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৭০টি মোটরসাইল আটক করে এবং জরিমানার বদলে হেলমেট নিয়ে আসা সাপেক্ষে মোটরসাইকেল ফেরত নেওয়ার সর্ত্য জুড়ে দেন।
এ বিষয়ে জুড়ী থানায় অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী যোগাযোগ করলে তিনি বলেন, কেউই আইনের উর্ধেব নয়, আগামী কাল থেকে হেলমেট বিহীন মোটরসাইল আরোহীরকে জরিমানসহ আইন আনুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এই অভিযান অব্যাহত থাকবে।#
Leave a Reply