নিজস্ব প্রতিবেদক ::
কুলাউড়া উপজেলার চাতলাপুর চা-বাগানের শ্রমিক পরিবারগুলো দীর্ঘদিন থেকে বিদ্যুৎহীন ছিলো। বাগানের বাংলো ও স্টাপ কোয়ার্টারগুলো বিদ্যুতের আলোয় আলোকিত থাকলেও শ্রমিক ঘরগুলো কেরোসিনের কূপিতে আবছা আলোকিত হতো।
অবশেষে তারাও বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে বেজায় খুশি। রোববার ১০ জানুয়ারি সন্ধ্যায় ওই বাগানের ৩৮৩টি চা-শ্রমিক পরিবারে বিদ্যুৎ সংযোগ প্রদান করে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিস।
চাতলাপুর চা-বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান এর সভাপতিত্বে বিদ্যুৎতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন, পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম ফারুক মীর, শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলী, শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মখদ্দছ আলী, চা-বাগান পঞ্চায়েত সভাপতি সাধন বাউরী প্রমুখ।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম গোলাম ফারুক মীর জানান, চাতলাপুর চা-বাগানের মোট ৩৮৩টি চা-শ্রমিক পরিবারে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এর বাইরে যে পরিবারগুলো রয়েছে সেগুলোতেও দ্রুত সংযোগ দেয়া হবে।
কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার এটিএম ফরহাদ চৌধুরী জানান, চা-শ্রমিকদের ছেড়ে কোনোভাবেই এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব নয়। এজন্য আমরা প্রতিটি বাগানে চা-শ্রমিকদের বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছি। আশা করি অল্প কিছুদিনের মধ্যে পুরো উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায় চলে আসবে। যে কোন গোষ্টি বা গোত্রকে পেছনে ফেলে উন্নয়ন সম্ভব নয়।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply