মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধ:: হবিগঞ্জের মাধবপুর সভার নব নির্বাচিত মেয়র আলহাজ হাবিবুর রহমান মানিক বলেছেন, জনগনের সেবক হিসেবে কাজ করতে চাই। কোন দল বা গোষ্টির নয়, পৌরসভার সকল নাগরিক সমান ভাবে সেবা পাবেন। কোন বৈশম্য হবে না। সকল কে সাথে নিয়ে মাধবপুর পৌরসভাকে পরিকল্পিত নগর গড়তে চাই। পৌরসভা হবে দুর্নীতি মুক্ত,সচ্ছ। পৌর সভার উন্নয়নে তিনি সকলের সহযোগী চান।
আজ সোমবার দুপুরে তিনি পৌরসভা প্রঙনে আয়োজিত এক দোয়া মাহফিল শেষে বক্তৃতায় একথা বলেন। পৌর সচিব আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যন্য দের মাঝে বক্তব্য রাখেন কাউন্সিলর মোঃ দুলাল খাঁ, ইসরাত জাহান ডলি প্রেসক্লাব সেক্রটারী সাব্বির হাসান, ব্যবসায়ী দীপক মোদক, নারায়ন মোদক।
দোয়া পরিচালনা করেন উপজেলা মসজিদের খতিব মৌলানা আব্দুল মান্নান, এতে সকল কাউন্সিলর পৌর কর্মকর্তা কর্মচারী ও গন্যমান্য ব্যক্তিরা উপস্হিত ছিলেন।
Leave a Reply