আব্দুর রব, শেওলা স্থলবন্দর (বিয়ানীবাজার) থেকে ফিরে :
জিয়াউর রহমানের মুক্তিযোদ্ধা খেতাব বাতিলের সিদ্ধান্তকে সঠিক উল্লেখ করে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাসুদ চৌধুরী বলেছেন, তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন না, তিনি ছিলেন পাকিস্থানের নাগরিক। চাকুরী সূত্রে তিনি বাংলাদেশে এসেছিলেন। জিয়াউর রহমানের মা বাবার কবর হয়েছে পাকিস্থানে। স্বাধীনতার পর তিনি এদেশে থাকলেও মা বাবার কবর সরিয়ে আনার ব্যবস্থা করেন নি।
শনিবার দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা স্থলবন্দর উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী উপরোক্ত মন্তব্য করেন। বিশ^ ব্যাংক ১২৪ কোটি ব্যয়ে এ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের অর্থনৈতিক অবস্থার আরো পরিবর্তন আসবে। আগামী ২ বছরের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্ত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এম. তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সরোয়ার আলম, সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল হক, বিভাগীয় কাস্টমসের অতিরিক্ত কমিশনার রাশিদুল হাসান, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান প্রমুখ।#
Leave a Reply