এইবেলা, কুড়িগ্রাম ::
নিগঞ্জের বসুরহাটে রাজনৈতিক প্রতিহিংসায় গুলিবিদ্ধ সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্ঠান্তমুলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন কুড়িগ্রামের চিলমারীতে সকল সাংবাদিকবৃন্দ।
মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম চিলমারী শাখার আয়োজনে উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ কর্মসুচি পালিত হয়। মফস্বল সাংবাদিক ফোরাম চিলমারী শাখার সভাপতি মোঃ ফজলুল হকের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, প্রেসক্লাব চিলমারী সভাপতি ও যুগান্তর প্রতিনিধি গোলাম মাহবুব, ভোরের কাগজ প্রতিনিধি মামনুর রশীদ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম সুজন, দৈনিক যুগের আলো প্রতিনিধি হুমায়ুন কবীর, দৈনিক মানবজমিন প্রতিনিধি সাওরাত হোসেন সোহেল প্রমুখ।
বক্তরা সাংবাদিক হত্যার তীব্র নিন্দা জানিয়ে হত্যাকারীরা যতই প্রভাবশালী হোক না কেন তাদের খুব দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply