এইবেলা, কুড়িগ্রাম প্রতিনিধি:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহ (২৮-০২-২০২১ খ্রি. হতে ০৪-০৩-২০২১. খ্রি. পর্যন্ত) সারা বাংলাদেশর ন্যায় কুড়িগ্রাম-লারমনিরহাট সার্কেলে বিআরটিএ সহকারী পরিচালক (ইন্জিঃ) আলতাব হোসেন দুজন সাধারন ভোক্তার হাতে ড্ররাইভিং লাইসেন্স এবং মোটরযান রেজিস্টেশনের কাগজপত্র তুলে দেওয়ার মাধ্যমে শুভ উদ্বোধন করেন। এ সেবা সপ্তাহে পদত্ত সেবা সমূহ:অনলাইনে বিআরটিএ’র সার্ভিস
বিআরটিএ সেবা এন্ডোয়েড মোবাইল এ্যাপ এর মাধ্যমে- ১। ইউজার নিবন্ধনে সহাযতা প্রদান; ২। লর্নার ড্রাইভিং লাইসেন্স প্রদান; ৩। মোটরসাইকেল রেজিস্ট্রেশনের আবেদন গ্রহন।সহকারী পরিচালক তার উদ্বোধনি বক্তব্যে বলেন যে এখন থেকে ঘরে বসেই গ্রাহক রা মোবাইল এ্যাপের মাধ্যমে এ সেবা গুলো গ্রহন করতে পারবে। এতে করে গ্ররাহদের ভোগান্তি অনেকটাই কমে যাবে এবং বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশের পথে আরও একধাপ এগিয়ে যাবে।
আফিস সহকারী -কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জাবেদুুল ইসলাম বলেন, এটি বাংলাদেশের একিটি গুরুত্বপূর্ন দপ্তর এখানে আমরা সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্রাহকদের বিভিন্ন সেবা দিয়ে আসতেছি, আগামীতেও আমরা এ ধারা অব্যাহত রাখব।#
Leave a Reply