জুড়ী প্রতিনিধি ::
করোনা ভাইরাসের কারনে বেকার হওয়া জনগোষ্ঠীর মধ্যে মৌলভীবাজারের জুড়ী উপজেলার ২০০ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রান পৌছে দেওয়া হয়েছে।
আজ ২৪ এপ্রিল উপজেলার ৬ টি ইউনিয়ন ভিত্তিক বন্টনের ত্রানগুলো মানুষের হাতে তুলে দেওয়া হয়।ত্রানে রয়েছে ১০ কেজি করে চাল, ২ কেজি পিয়াজ, আলু ২ কেজি, তেল ১ লিটার, ছোলা ১ কেজি, ১ কেজি লবন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলামের সভাপতিত্বে এ সব বিতরনে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রন্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, পূর্ব জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন, পশ্চিম জুড়ী ইউনিয়নের চেয়ারম্যান শ্রীকান্ত দাস,উপজেলা প্রকল্প কর্মকর্তা মো ওমর ফারুক প্রমুখ।
উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ ওমর ফারুক জানান,করোনা ভাইরাসের লকডাউনের কারনে মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দ হতে জুড়ী উপজেলায় ২মেঃটন চাল, ও ১লক্ষ টাকা বরাদ্দ পাওয়া গেছে। ৫টি ইউনিয়নে ৩০০কেজি চাল ও জায়ফরনগর ইউনিয়নে ৫০০কেজি করে বরাদ্দ দেয়া হয়েছে।#
Leave a Reply