জুড়ী প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার আদর্শ দরিদ্র তহবিল নয়াবাজার ও জুড়ী উপজেলা ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাষ্ট ইউকে’র যৌথ উদ্দ্যোগে পবিত্র মাহে রামাদ্বান ও ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ২ মে রোববার সকাল ১১ টায় নয়াবাজার আহমদিয়া ফালিজ মাদ্রাসায় আদর্শ দরিদ্র তহবিলের সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসাইনের পরিচালনায় ও সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ সায়েম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবি উপস্থিত ছিলেন আদর্শ দরিদ্র তহবিলের সভাপতি, নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা’র অধ্যক্ষ মাওলানা মো. লিয়াকত আলী খান। বিশেষ অতিথি ছিলেন নয়াবাজার আহমদিয়া ফালিজ মাদ্রাসা’র উপাধ্যক্ষ মাওলানা মো. মনিরুজ্জামান, আদর্শ দরিদ্র তহবিলের অর্থ সম্পাদক মো. লুৎফুর রহমান, আদর্শ দরিদ্র তহবিলের সহ-সাধারণ সম্পাদক বদরুল ইসলাম। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালবাড়ী ইউপি সদস্য কবির উদ্দিন, আওয়ামীলীগ নেতা আতিকুল ইসলাম প্রমুখ।
আদর্শ দরিদ্র তহবিল নয়াবাজার ও জুড়ী উপজেলা ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাষ্ট ইউকে’র প্রায় ৩ লক্ষ টাকা আর্থিক সহায়তায় ৩০০ দরিদ্র পরিবারের হাতে পবিত্র মাহে রামাদ্বান ও ঈদুল ফিতরকে সামনে রেথে খাদ্য সামগ্রী প্রদান করা হয়। এতে প্রতি জনকে ৮ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ২ লিটার তৈল, ১ কেজি ময়দা, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ১ কেজি ডাল সহ মোট ১৮ কেজি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।#
Leave a Reply