সিলেট প্রতিনিধি :: সিলেটের বিভিন্ন এলাকায় রোববার রাতে ভারি বর্ষণ হয়েছে। প্রচণ্ড বৃষ্টিতে জৈন্তাপুরে পাহাড়ধসে শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত ৩-৪টার মধ্যে উপজেলার ৬নং চিকনাগুল ইউনিয়নের ঠাকুরির মাটি পূর্ব সাতজনি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ।
নিহতরা হলেন— সাতজনি গ্রামের বাসিন্দা আবদুল করিমের ছেলে জুবের আহমদ (৩৫), তার স্ত্রী সুমী বেগম (৩০), জাবেদ আহমদের ভাই জুবের আহমদের মেয়ে সাফি আহমদ (৫) এবং মাওলানা রফিক আহমদের স্ত্রী শামীমারা বেগম (৪৮)।
সিলেটের জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ বলেন, ভারি বর্ষণের কারণে ভোরে টিলা ধসে ঘরের ওপর পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় শিশুসহ এ চারজনের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, নিহতদের টিনশেড ঘরটি সাতজনি গ্রামে টিলার নিচে ছিল। রাতভর বৃষ্টি হয়েছে। ফলে ভোরে টিলা ধসে ঘরের ওপর পড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা নিহতদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরিবারের আরও কয়েক সদস্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।#
caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085caller_get_posts
is deprecated. Use ignore_sticky_posts
instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6085
Leave a Reply