আবদুল আহাদ ::
শিক্ষা, সংস্কৃতি আর খেলাধুলায় উর্বর একটি স্থান কুলাউড়া উপজেলা। দেশের বিভিন্ন উপজেলায় ছোট-বড় স্টেডিয়াম থাকলেও উর্বরতার তীর্থস্থান এ উপজেলায় এখনও কোন স্টেডিয়াম স্থাপিত হয়নি। স্টেডিয়ামতো দূরের কথা মানসম্মত কোন খেলার মাঠই নেই এখানে। তাই উপজেলার সকল ক্রীড়া সংগঠন ও খেলোয়াড়দের পক্ষ থেকে কুলাউড়ায় একটি স্টেডিয়াম বরাদ্ধের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর আবেদন করা হয়েছে।
সোমবার ৩ আগস্ট রাতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু’র হাতে প্রধানমন্ত্রী বরাবর আবেদনের কপিটি হস্তান্তর করেন কুলাউড়ার বিভিন্ন ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ। এসময় প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু কুলাউড়াবাসীর প্রাণের দাবী মাননীয় প্রধানমন্ত্রীর নিকট পেশ করবেন এবং তা বাস্তবায়নে নিজ অবস্থান থেকে কুলাউড়ার সন্তান হিসেবে সর্বাত্মক সহায়তা করবেন বলে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন।
আবেদন হস্তান্তর করাকালে উপস্থিত ছিলেন, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর কুলাউড়া উপজেলা শাখার সভাপতি মাসুদ হোসাইন, কুলাউড়া সিপিএর সহ-সভাপতি রবিউল আউয়াল মিন্টু, ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর কুলাউড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাওছার হোসেইন, সবুজ সংঘ বাদশাগঞ্জবাজার এর সভাপতি জায়েদুর রহমান, মীরশংকর ক্রীড়া চক্রর সহ-সভাপতি জাকির হোসাইন, অধিনায়ক সাজ্জাদ হোসাইন শাহীন প্রমুখ।
Leave a Reply