এইবেলা, কুলাউড়া, ২২ ডিসেম্বর: দীর্ঘ পথ পেরিয়ে দশম বর্ষে পদার্পণ করল কুলাউড়ার প্রাচীণ সামাজিক সংগঠন ‘ঠিকানা ক্লাব’। গত ২০ ডিসেম্বর রোববার ছিল ক্লাবটির নবম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। সন্ধ্যায় সংগঠনের সভাপতি রাফিদ শাহীনের কুলাউড়ার বাসভবনে কেক কেটে ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। এ সময় আয়োজন করা হয় স্মৃতিচারণামূলক এক আলোচনা সভা।

কুলাউড়ায় ঠিকানা ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটছেন অতিথিরা
আলোচনা সভায় অংশগ্রহণ করেন সম্মানিত অতিথিরা ছাড়াও ক্লাবের অতীত ও বর্তমান সদস্যরা। তারা ক্লাবের ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিভিন্ন পরামর্শ দেন। এছাড়াও আলোচনা সভায় বক্তারা ঠিকানা ক্লাবের নানা কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং উত্তরোত্তর সফলতা কামনা করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুলাউড়া মাহে-মনি আর্টস এন্ড স্পোর্টস মিউজিয়ামের সিইও মোহাম্মদ হাবিবুর রহমান টুটু, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, সাধারণ সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, যুগ্ম সম্পাদক মো. নাজমুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির, সমাজসেবক মো. সাইফুর রহমান, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান খালিক, সংবাদকর্মী আশরাফুল ইসলাম জুয়েল, নব বাংলা ক্লাবের সভাপতি সজিব হাসান, সদস্য সাইফুল ইসলাম।
ঠিকানা ক্লাব নেতৃবৃন্ধের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি আশিকুর রহমান আশিক, বর্তমান সিনিয়র সহ-সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক হুমায়ুন রশীদ রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল ফাত্তাহ ফাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক তালুকদার শাহি, কোষাধ্যক্ষ মোঃ বখতিয়ার আবিদ পাবেল, প্রচার সম্পাদক ফয়েজ উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মো. নাহিদুর রহমান প্রমুখ।
এছাড়াও ঠিকানা ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সংসদ সদস্য ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, ঠিকানা ক্লাবের প্রধান উপদেষ্টা জাবেদ খসরু, ঠিকানার ঢাকা ব্যুরো প্রধান আশরাফ খান, মানব ঠিকানার সহযোগী সম্পাদক মোঃ নুরুল ইসলাম, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, দৈনিক মানবকণ্ঠের স্টাফ রিপোর্টার সেলিম আহমেদ, মানবকণ্ঠের কুলাউড়া প্রতিনিধি জসীম চৌধুরী, ঠিকানা ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মিতুল, বর্তমান সভাপতি রাফিদ শাহীনসহ আরো অনেকে।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply