বড়লেখা প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ীতে প্রায় দেড় কোটি টাকার একটি এলজিইডি রাস্তা নির্মাণে অনিয়ম চলছে। সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে রাস্তা সংস্কারে বালুর পরিবর্তে টিলার লাল মাটি ব্যবহারে অভিযোগ করছেন এলাকাবাসী।
জানা গেছে, উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের কচুরগুল-নালাপুঞ্জি ১৭২০ মিটার এলজিইডি রাস্তার উন্নয়ন কাজের দায়িত্ব পায় হবিগঞ্জের মেসার্স শেখ সেলিম নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এতে সরকারে ব্যয় হচ্ছে ১ কোটি ৩৮ লক্ষ টাকা। গত ১২ জুন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। এলাকাবাসীর অভিযোগ কাজের সিডিউল অনুযায়ী রাস্তার বক্সকাটিং ৮ ইঞ্চি বালু দিয়ে ফিলিং করার কথা। কিন্তু ঠিকাদারের প্রতিনিধি স্থানীয় বাবেল আহমদ ও তার সহযোগী আব্দুর রাজ্জাক মেম্বার বালুর পরিবর্তে টিলা কেটে লাল মাটি সংগ্রহ করে পুরো রাস্তাটি ভরাট করেছে। এতে টিলা কেটে পরিবেশ বিপর্যয় ও অন্যদিকে বালুর পরিবর্তে লাল মাটির কারণে রাস্তাটি অল্পদিনে ক্ষতিগ্রস্থ হবে।
এব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী শেখ সেলিম জানান, বক্সকাটিং ভরাটের জন্য স্থানীয় দুই ব্যক্তিকে দায়িত্ব দেন। ওরা বালুর পরিবর্তে রাস্তার কিছু অংশ টিলার মাটি দিয়ে ভরাট করেছে। তা তুলে ফেলে বালু দিবেন।
সরেজমিনে দেখা গেছে, রাস্তার পুরো অংশই বালুর পরিবর্তে পাহাড়ের লাল মাটি দিয়ে ভরাট করা হয়েছে।
জুড়ী উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন জানান, এক ইঞ্চি জায়গাও টিলার মাটিতে ভরাটের নিয়ম নেই। পুরো রাস্তাটিই বালু দিয়ে ভরাট করার কথা। খোঁজ নিয়ে সত্যতা পেলে ঠিকাদারকে অবশ্যই টিলার মাটি সরিয়ে বালুর ফিলিং করতে হবে।#
Leave a Reply