নিজস্ব প্রতিবেদক ::
সিলেটের দক্ষিণ সুরমার নাজিরবাজারে ঢাকা-সিলেট মহাসড়কে মালবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপের সংঘর্ষে নিহত পরিবার ও আহতদের পরিবারের মাঝে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণলয় ৩৫ লাখ বিতরণ করেছে।শুক্রবার (৯ জুন) বেলা ১২ টা থেকে নগরীর ওসমানী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের দেখে নিহত ১৫ পরিবারকে ২ লাখ টাকা করে ও আহত ১৩ পরিবারে মাঝে ৫০ হাজার টাকা করে বিতরণ করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণলয়।
চেক বিতরন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণলয়ের যুগ্ম সচিব শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক মো. মুহিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোবারক হোসেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ) ডা: মাহবুবুল আলম, কল কারখানা ও প্রতিষ্ঠান পরির্দশনে অদিপ্তরের শ্রম পরির্দশক মাহবুবুল আলম, মো: কাউছার আলী মীর, ওসমানী মেডিকেলের ওয়ার্ড মাস্টার সোহেল আহমদ, জীবন দাস।
Leave a Reply