এইবেলা, কুলাউড়া :: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রিয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মো: শাহ আলম বলেন, দল নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। শুধু তাই নয় তার আগে পার্লামেন্ট ভেঙে দিতে হবে। ফিরিয়ে দিতে হবে মানুষের ভোটাধিকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বলেন, আমি ক্ষমতা ছেড়ে চলে গেলে কারা আসবে? তিনি ইঙ্গিত করতে চান, তিনি ক্ষমতা ছেড়ে দিলে আবার জামাত বিএনপি মানে মৌলবাদী গোষ্ঠি ক্ষমতা দখল করবে। এরা জামাতকে এতদিন রাজনীতি করতে দেয়নি। এখন আবার সমাবেশ করার পারমিশন দিছে। এদেও কথায় আর কাজে মিল নাই। এদেশের মানুষ এসব মানে না। এই দু’দলই সাম্প্রদায়িকতাকে ইউজ করে। ভোট ব্যাংক হিসেবে এদের ব্যবহার করতে চায়।
তিনি আরও বলেন, একদল ক্ষমতায় যেতে ধর্ণা দিচ্ছে বিদেশী অ্যাম্বেসীতে। এদের কারণেই মঈন উদ্দিন ফখর উদ্দিন সুযোগ পেয়েছিলো। গণতন্ত্রের সংকট শুরু হয়। এই দু’দলই গণতন্ত্রের শত্রু। এদের কারণেই অসাংবিধানিক শক্তি পাওয়ারফুল হয়।
এদেশে নীতিগত কোন বিরোধী দল নাই। বাজেটে আওয়ামী লীগ বিএনপির মধ্যে কোন তফাৎ নাই। শ্রেণির দিক থেকে ওরা একই শ্রেণির দল। ওরা লুটেরা সোশ্যাল ক্রিমিনাল। দেশে তেল পিয়াজের দাম বাড়লে ওরা কথা বলে না। ওদের মুখে বলতে শুনা যায়, পালাবার পথ খোঁজে পাবে না। দেশের অবস্থা অত্যন্ত নাজুক ও ভয়াবহ। শিক্ষার অবস্থা ৪-৫ ভাগ হয়েছে।
এদের থেকে পরিত্রাণের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের মানুষকে বুঝাতে হবে।
কমরেড মো: শাহ আলম ১৭ জুন শনিবার (রাত ৯টায়) কুলাউড়া পৌরসভা মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কুলাউড়া উপজেলা কমিটির আয়োজনে কমিউনিস্ট নেতা ও বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রিয় উপদেষ্ঠামন্ডলীর সদস্য প্রয়াত কমরেড আব্দুল মালিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
মৌলভীবাজার জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে ও কুলাউড়া উপজেলা সভাপতি আব্দুল লতিফের সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা সেক্রেটারি জহর লাল দত্ত, জাসদ কেন্দ্রিয় সংসদের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম শামীম, কুলাউড়া উপজেলা জাসদের সভাপতি রফিকুল ইসলাম টিপু, প্রয়াত আব্দুল মালিকের পুত্র অ্যাডভোকেট আবু রেজা সিদ্দিকী ইমাম, মাহবুব করিম মিন্টু, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসুণ চম্পু, আব্দুল মালিক জিলা ও নির্মাল্য মিত্র সুমন প্রমুখ।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply