এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে ৩ বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ। ১৮ জুলাই শুক্রবার ভোর আনুমানিক ৪টায় শরীফপুর সীমান্তের হরিপুর গ্রামের ৩ যুবককে ধরে নিয়ে যায়।
বিজিবির ৪৬ ব্যাটালিয়ানের সহকারী পরিচালক ফিরোজ জানান, শরীফপুর সীমান্তে ৩ যুবককে বিএসএফ ধরে নিয়ে যাওয়ার তথ্যটি পেয়েছি। স্থানীয় বিজিবি ক্যাম্পের মাধ্যমে এ বিষয়ে বিএসএফ এর সাথে যোগাযোগ করা হচ্ছে। এখন পর্যন্ত তাদের ধরে নেয়ার কোন সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।
সীমান্ত এলাকার সঞ্জবপুর গ্রামের লোকজন জানান, শুক্রবার ভোরে শরীফপুরে সীমান্তে হরিপুর গ্রামের জালাল মিয়ার ছেলে সাইদুর রহমান(২৬), আনু মিয়ার পুত্র সোহাগ (২৮) ও সিপার (২২) কে বিএসএফ ধরে যায়। কেন ধরে নিয়ে গেছে এবং তাদের ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে বিজিবি বলছে, যাদের ধরে নিয়ে গেছে তাদের পরিবার থেকে বিজিবির কাছে জিডি করতে হবে। তারপর তারা ভারতীয় বিএসএফের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলবে। বিষয়টি নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে কোন আলোচনা হয়নি।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক জানান, শরীফপুর সীমান্ত এলাকা থেকে ৩ বাংলাদেশীকে বিএসএফ ধরে নিয়ে তথ্যটি পেয়েছি। বিস্তারিত খোজ নিচ্ছি।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply