নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি::
“সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার যৌথ আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক একটি মহড়া পরিচালনা করা হয়। এরপর উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার।
সভাপতি তার বক্তব্যে বলেন, প্রতিটি দুর্যোগ মোকাবিলায় সরকারি-বেসরকারি সকল সংস্থার সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তিনি দুর্যোগ প্রস্তুতিতে সচেতনতা বৃদ্ধি এবং পূর্ব সতর্কতা অবলম্বনের ওপর জোর দেন।
তিনি বলেন, এই পদক্ষেপগুলি জীবন ও সম্পদের ক্ষতি অনেকাংশে কমাতে পারে। সকলের উচিত দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সঠিক জ্ঞান রাখা এবং মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের প্রস্তুত করা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হান্নান, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পি. এম কামরুজ্জামান, পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীর, প্রশাসনিক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান মো. মঞ্জুরুল ইসলাম, মামনুর রশিদ, নাজিমুদ্দিন প্রমুখ।#
since version 3.0.0 with no alternative available. Please include a comments.php template in your theme. in
Leave a Reply