এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদের উপনির্বাচনে জামানত হারিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক সি.এম. জয়নাল আবেদীন। এছাড়াও এ নির্বাচনে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খয়রুল আমিন চৌধুরী টিপুরও জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জানা যায়, এ নির্বাচনে চশমা প্রতীকে মাত্র ৪৮ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) খোরশেদ আহমদ খান সুইট। তিনি পেয়েছেন ৩ হাজার ২৮৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আব্দুল মোক্তাদির মুক্তার পেয়েছেন ৩২৪০ ভোট।
আর আনারস প্রতীকে মো. খয়রুল আমিন চৌধুরী পেয়েছেন ১০১৮ ভোট। চারজন প্রার্থীর মধ্যে সবচেয়ে কম ৯৬৬ ভোট পেয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী সি.এম. জয়নাল আবেদীন।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৯টি ভোট কেন্দ্রের ১৩ হাজার ৪৩৬ ভোটের মধ্যে ৮ হাজার ৫৯৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
মোট প্রাপ্ত ভোটের আট ভাগের এক ভাগও না পাওয়ায় আনারস প্রতীকের মো. খয়রুল আমিন চৌধুরী ও নৌকা প্রতীকের প্রার্থী অধ্যাপক সি.এম. জয়নাল আবেদীনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।#
Leave a Reply