এইবেলা ডেস্ক::
ভারত বাংলা সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক বজায় রাখতে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে বিভিন্ন ধর্মীয় উৎসব, স্বাধীনতা দিবস, বিজয় দিবসে মিষ্টিমুখ করানোর পরম্পরা বহুদিনের । আর সেই ধারা অব্যাহত রেখে মঙ্গলবার ঈদ উপলক্ষে ভারতের সীমান্ত জিলা করিমগঞ্জে বিএসএফের পক্ষ থেকে মিষ্টি তোলে দেওয়া হয়েছে বিজিবির হাতে । বিশেষ দিবসসহ বিভিন্ন অনুষ্ঠানে একে অপরকে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি মুখ করানো পরম্পরা অতীত থেকে চলে আসচ্ছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মঙ্গলবার করিমগঞ্জের সূতারকান্দী স্থল বন্দরের ১৩৬০ নং পিলারে এবং কুশিয়ারা নদীর বিসর্জন ঘাটে মিজোরাম-কাছাড় ফ্রন্টিয়ারের ইন্সপেক্টর জেনারেল, ডেপুটি ইন্সপেক্টর জেনারেলের পক্ষ থেকে বডার গার্ড বাংলাদেশ সিলেট এবং শ্রীমঙ্গল সেক্টর কমাণ্ডারের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয় এবং তাদের উদ্দেশ্য মিষ্টি বিতরণ করা হয়েছে। ঠিক একই ভাবে বার্ডর গার্ড বাংলাদেশের পক্ষে ঈদের শুভেচ্ছা ও মিষ্টি দেন। বর্তমান করোনা প্রকোপ কম থাকায় নির্বিঘ্নে উভয় দেশের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন উভয় দেশের সীমান্তে সুরক্ষা বাহিনী। উভয় দেশের সীমান্তে শান্তি সম্প্রতি বজায় রাখার জন্য সুরক্ষা বাহিনীরা সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুই দেশের মধ্যে সমন্বয় আর অধিক দৃঢ় করার জন্য তাদের এই প্রচেষ্টা । শুভেচ্ছা বিনিময়ের সময় বিএসএফ-বিজিরির সেক্টর কমান্ডার ও ব্যাটেলিয়ান প্রধানরা মত বিনিময় করতে গিয়ে বলেন, উভয় দেশের সীমান্ত বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে ঈদসহ বিভিন্ন দিবসে বিএসএফের পক্ষ থেকে বিজিবি সদস্যদের মিষ্টি বিতরণ করা হয়ে থাকে। অপরদিকে শারদীয় দূর্গোৎসবে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ঈদ উপলক্ষে বিজিবি সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ । অন্যদিকে বিজিবি কর্মকর্তারা বলেন, এধরনের কার্যসূচী ভারত বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর সম্পর্ককে আরো মজবুত ও সুদৃঢ় করবে এবং বিশ্বাসের পরিবেশ তৈরি করবে । যার ফলে নিজেদের সীমান্ত দায়িত্ব পালন আরো সহজ হবে ।
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply