সংবাদ সম্মেলনে পরিকল্পনা ঘোষণা- বড়লেখায় বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম মানবিক কাজে ব্যয় করেছে ৫০ লক্ষাধিক টাকা সংবাদ সম্মেলনে পরিকল্পনা ঘোষণা- বড়লেখায় বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম মানবিক কাজে ব্যয় করেছে ৫০ লক্ষাধিক টাকা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৮ জুন ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ছাত‌কে সোনাই নদী থেকে বালু লুটপা‌টের অভি‌যো‌গে বালু বোঝাই ৩ ইঞ্জিন চা‌লিত নৌকাসহ ২জন গ্রেপ্তার! চাকরিতে অপসারণ নয় বাধ্যতামূলক অবসর বড়লেখায় পদক্ষেপের উন্নয়ন মেলা, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কুলাউড়ায় স্ত্রী-সন্তানের খোঁজে স্বামী ঘুরছেন দ্বারে দ্বারে বড়লেখায় মন্দিরে চুরি : পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬, মালামাল উদ্ধার বড়লেখায় বিএসএফের পুশইন : থানার ডিউটি অফিসারের পরামর্শে ১০ জনকে ছেড়ে দিল জনতা পরীক্ষা বর্জন নয়, সময়মতো নোটিশ চাই ইইই বিভাগের শিক্ষার্থীদের কমলগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু কুলাউড়ায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুল আহাদের মতবিনিময় কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষাথীর মৃত্যু

সংবাদ সম্মেলনে পরিকল্পনা ঘোষণা- বড়লেখায় বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম মানবিক কাজে ব্যয় করেছে ৫০ লক্ষাধিক টাকা

  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

বড়লেখা প্রতিনিধি:

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বড়লেখা উপজেলার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী তরুণদের নিয়ে গঠিত ‘বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম’ মাত্র চার বছরে উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় জনকল্যাণে ৫০ লক্ষধিক টাকা ব্যয় করেছে। আগামিতে আরো বড় বাজেট নিয়ে সহায়-সম্বলহীন অসহায়, অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত, লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম দেখা দেওয়া মেধাবী শিক্ষার্থী, গৃহহীন, দুর্যোগে ক্ষতিগ্রস্থসহ নানাভাবে দূর্ভোগে থাকা মানুষের আর্থিক সহায়তার পরিকল্পনা গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী প্রবাসি এই সংগঠনটি।

বুধবার রাতে বড়লেখা পৌরশহরের অভিজাত একটি রেস্ট্যুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ নেতৃবৃন্দ তাদের জনকল্যাণমুলক কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনাগুলো তোলে ধরেন। নেতৃবৃন্দ এসব মানবিক কার্যক্রম বাস্তবায়নের ব্যাপারে গণমাধ্যমকর্মীদের পরামর্শ ও সহযোগিতা চেয়েছেন।

বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি যুক্তরাজ্য প্রবাসি সাবেক ছাত্রনেতা ফখরুল ইসলাম জীবনের সভাপতিত্বে ও সিনিয়র সহসভাপতি আব্দুল আহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের উদ্দেশ্য, বাস্তবায়িত কার্যক্রম ও পরিকল্পনা তোলে ধরেন সাধারণ সম্পাদক যুক্তরাষ্ট্র প্রবাসি সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান মিজান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রব, বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সহসভাপতি আব্দুল মতিন, সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল হাফিজ, দপ্তর সম্পাদক মাহির উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক রায়হানুল হক, ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমরান সামি, সদস্য আক্তার হোসেন প্রমুখ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহসভাপতি খলিলুর রহমান, ইকবাল হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক তপন কুমার দাস, কার্যকরি সদস্য মস্তফা উদ্দিন, সদস্য তাহমিদ ইশাদ রিপন, হানিফ পারভেজ, আশফাক আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews