সড়কে ২০ গাড়িতে গণডাকাতির ঘটনায় অস্ত্রসহ ২ ডাকাত সড়কে ২০ গাড়িতে গণডাকাতির ঘটনায় অস্ত্রসহ ২ ডাকাত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন

সড়কে ২০ গাড়িতে গণডাকাতির ঘটনায় অস্ত্রসহ ২ ডাকাত

  • বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

মৌলভীবাজার ও কমলগঞ্জ প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক প্রতিরোধ করে ২০ গাড়িতে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ ২ ডাকাতকে আচক করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের পাশের ফিনলের রাবার বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রাজনগর উপজেলার করিমপুর গ্রামের মনু মিয়ার ছেলে মোঃ মুন্না মিয়া (৩২) ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামের তায়েব মিয়ার ছেলে শাহিন মিয়া ওরফে দানা মিয়া ( ৩৭)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্যান্য সদস্যরা পালিয়ে যায় বলে জানায় পুলিশ৷ অভিযানে ডাকাতদের কাছ থেকে ১টি দেশীয় পিস্তল, ১টি লোহার তৈরি ডেগার, ১টি স্টিলের করাত, ১টি স্টিলের রুল, ১টি কাঠের রুল, ১টি সাইকেলের চেইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে প্রেস ব্রিফিং করে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শহীদুল হক মুন্সী এসব তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।

ব্রিফিংয়ে আটককৃত ডাকাতদের দেয়া সূত্রমতে পলাতক ডাকাতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে তিনি আরো জানান আটককৃতদের মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে৷

এদিকে শ্রীমঙ্গল থানার একটি সূত্র জানিয়েছে, আটক মুন্না মিয়া গত ১৪ জুন রাতে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে ডাকাতির সাথে সংশ্লিষ্ট ছিলেন৷

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাত ১টায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বিটিআরআই এলাকায় প্রায় ১৫ থেকে ২০ জনের একদল মুখোশধারী ডাকাত সদস্য সড়ক অবরোধ করে রাস্তায় চলা ২০টি গাড়ি গতিরোধ করে অস্ত্রের মুখে যাত্রীদের জিন্মি করে প্রায় ৪০ মিনিট সময় ধরে গণডাকাতি সংঘটিত করে। ডাকাতরা নগদ টাকা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় দশ লক্ষ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়।

শ্রীমঙ্গল থানায় অফিসার ইনচার্জ (ওসি) শামিম মুসা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ বিষয়ে অস্ত্র আইনে ১টি মামলা এবং ডাকাতীর প্রস্তুুতি আইনে ১টি মামলাসহ মোট ২টি মামলা দায়ের করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews