ষ্টাফ রিপোর্ট ::
ইতালীর রোমে বাংলাদেশ যুবদল ইতালী শাখা ও রোম মহানগর যুবদল এর আয়োজনে উপমহাদেশের প্রখ্যাত আইনজীবী, সংবিধান বিশেষজ্ঞ, সাবেক উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রোম মহানগর যুবদলের আহ্বায়ক শিশির ভূঁইয়ার সভাপতিত্বে ও রোম মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসার সুমন এর সঞ্চালনায়” ১৯শে মার্চ শুক্রবার রোমের তরপিনোতারাস্থ মসজিদ এ কুবায় মাওলানা মাহফুজুর রহমানের পরিচালনায় স্থানীয় সময় বাদ মাগরিব এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালী যুবদলের সভাপতি মাহমুদুল হাসান। প্রধান বক্তা ইতালী যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাওসার আহমেদ তাজুল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনসহ-সাধারণ সম্পাদক জাকির হোসেন , বিশেষ বক্তা রোম মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক খান মামুন ও তুহিন ভূঁইয়া।
আরো বক্তব্য দেন হানিফ বাঁকুল, শাহীন, প্রদীপ, সাগর বিশ্বাস, রনি খান, ইসমাইল হোসেন, আওসান, মোতালেব হোসেন, লুৎফর রহমান সহ ইতালী যুবদল ও রোম মহানগর যুবদলের অসংখ্য নেতৃবৃন্দ।
বক্তারা এসময় মওদুদ আহমদ এর সংক্ষিপ্ত জীবনী তুলে ধরতে গিয়ে বলেন মওদুদ আহমদ এর চলে যাওয়া শুধু বিএনপির জন্য নয় দেশের জন্যই অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তিনি আজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গেছেন। পরিশেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মহান এই নেতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।#
caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121caller_get_posts is deprecated. Use ignore_sticky_posts instead. in /home/eibela12/public_html/wp-includes/functions.php on line 6121
Leave a Reply